সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

বৈশিষ্ট্য

একান্ত আপন

 একান্ত আপন আজ আমি আমার ছেলের কলেজ  জয়েন করার গল্পো বলবো। ও যখন ১২ ক্লাস পাস করলো খুব ভালো নম্বর নিয়ে তখন ও আবদার করে বলল মা আমি কোলকাতা সেইন্ট জেভিয়ার্স এ অ্যাপ্লাই করতে চাই তখন আমি ওর কথা ফেলতে পারি নি। কারণ সেইন্ট জেভিয়ার্স ইন্ডিয়ার অন্য তম ভালো কলেজ, যেখানে শুধুই যোগ্য ছেলে মেয়ে রাই চান্স পায়। এহেন জায়গায় যখন পড়তে চাই ছে তখন আর না করি কি রে। আসলে এত কথা একটাই কারণে , সেটা হলো ও যদি চান্স পায় তাহলে ও তো কোলকাতা চলে যাবে তখন আমরা সে বিরহ ব্যাথা সইবো কেমনে!  কিন্তু ও chance পেয়ে গেল। পেলে হবে কি আমরা তো তখনও অতিমারির মধ্যে দিয়ে যাচ্ছি তাই প্রায় ছয় মাস অনলাইন কলেজ চলতে লাগল। একদিন সেই সাংঘাতিক কষ্টের দিনটাও এসে গেল। ২ রা এপ্রিল ২০২২ । রাতের ফ্লাইট। আমার হাজব্যান্ড আর আমার ছেলের টিকিট ই শুধু কাটা হল কারণ আমার মেয়ের এক্সাম ছিল। আমরা তো রোজ ই ভাবতাম যে ওকে ছেড়ে থাকব কি করে, ভাবনার সঙ্গে সঙ্গেই বুকের ভিতর টা একদম খালি হয়ে যেত। এটাই যে জীবন সেটা ওইদিন বুঝেছিলাম। বুঝেছিলাম আমাদের যত কষ্টই হোক না কেন ওদের এভাবেই এগিয়ে যেতে হবে। সেইদিন ভোরে ওরা যখন বাড়িটা পুরো খালি করে চলে

সাম্প্রতিক পোস্টগুলি

একান্ত আপন

একান্ত আপন

একান্ত আপন

একান্ত আপন

একান্ত আপন

একান্ত আপন

একান্ত আপন

একান্ত আপন

একান্ত আপন

Akanto Apon