একান্ত আপন
একান্ত আপন
আজকের পর্ব আমাদের ব্যাংকক বেড়ানোর শেষ পর্ব।ড্রিম ওয়ার্ল্ড সত্যি একটা স্বপ্নের মত জায়গা,যেখানে আমরা বড় রাও ছোটদের সঙ্গে মজায় মেতে উঠেছিলাম।
-৪ ডিগ্রী র snow টাউন এ আমরা এত আনন্দ পেয়েছি যে লিখে বোঝানো প্রায় অসম্ভব! এখানে ঢোকার সময় স্পেশাল জুতো ,জ্যাকেট সব ওখান থেকেই দিয়ে দিয়েছিল,নিজেদের সঙ্গে শীতের পোষাক রাখার দরকার পড়ে না। ঝুর ঝুর করে যখন ওপর থেকে স্নো ফল হচ্ছিল মনেই হয়নি যে এটা কৃত্রিম ভাবে ঘটানো হচ্ছে!
বৃষ্টির জন্য কেবল কার বন্ধ ছিল তাই খুব ইচ্ছে থাকা সত্ত্বেও চড়তে পারিনি।ওইদিনই যেহেতু শেষ দিন ছিল তাই মনের সুখে coconut আইস ক্রিম খেয়ে নিয়ে ছিলাম।ব্যাঙ্কক গেলে coconut আইস ক্রিম অবশ্যই খেতে হবে,না খেলে ভীষন মিস!!
আর ও একটা রাইড এর কথা না বললে একেবারেই হবে না সেটা হল হাঙ্গিং রোলার কোস্টার। ওই রাইড এর আসল নাম টর্নেডো।আমার ছেলে মেয়ে তো প্রচন্ড উদ্যম নিয়ে চড়তে গেছিল,কিন্ত পরে ওদের ওই রকম হাড় হিম করা রাইড এ চড়া দেখে আমাদের তো ভয় এ হাত পা ঠাণ্ডা হয়ে যাচ্ছিল।শুরু তে অল্প হাইট এ গেলেও পরে তার স্পীড আর হাইট দুটোই এত বেড়ে গেছিল যা দেখে মনে হয়ে ছিল টর্নেডো নাম সত্যি সার্থক।
ব্যাস সব রকম আনন্দ করে আমরা ঠিক সময় এ গেট এ পৌঁছে গেছিলাম।মন তো খারাপ হয়ে যাচ্ছিল ,পরের দিন ই আমাদের রওনা দিতে হবে কোলকাতার উদ্দ্যেশ্যে,যেখানে মা অপেক্ষা করছে আমাদের জন্য ।এক বছর পর দেখা হবে যে............
আমাদের জীবন টা এখন শেষের দিকে তোর লেখা র মধ্যে দিয়ে অনেক কিছুই জানা গেল ছবি তে অনেক কিছু দেখা গেল। খুব ভালো লাগলো, লেখাটা চালিয়েযা।
উত্তরমুছুন