একান্ত আপন




Happy Diwali




দিওয়ালির আগে সবাই যখন নিজেদের ঘর বাড়ি পরিষ্কার করছে তখন আমি কিছুই না করে নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছি।কিন্তু তারপর কি হলো জানি না ,বেশ কিছু vlog এও যখন দেখলাম যে পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ জন কি সুন্দর যে যার মতো করে দিওয়ালি প্রিপারেশন নিচ্ছে তখন আমিও লেগে পড়লাম।সত্যি বলছি আগে কোনদিন ঘর গোছানো নিয়ে এত ভাবিনি।কিন্তু যখন করতে শুরু করলাম কি যে ভালো লাগলো কি বলবো! ঘর সাজানোর জন্য আমি কিছু ক্যান্ডেল একটু ফুল, আলো , ঠাকুরের জন্য মিষ্টি এছাড়া কিছু কিনিনি।তাতেই বেশ লাগছিল আমাদের বাড়িটা।মন থেকে কিছু করলে সেখানে যদি একটু আড়ম্বর এর  অভাব ও থাকে কিছুই মনে হয় না বোধ হয়।

আজ আর বেশী কিছু লেখায় না প্রকাশ করে কিছু স্মৃতি শেয়ার করবো,যার মাধ্যমে সবটাই বলা হয়ে যাবে।







 



All picture source: akanto apon
********



মন্তব্যসমূহ

  1. প্রতিটি লেখা তোমার অনবদ্য।
    খুব সহজ ভাবে এবং একই সঙ্গে ছোট্ট করে লেখা তুমি আর সেই জন্যই বোধহয় আমার মত মানুষ, যারা লম্বা লেখা পড়ার ধৈর্য হারিয়ে ফেলে, তারাও খুব enjoy করি‌।
    পরের লেখার অপেক্ষায় রইলাম।

    উত্তরমুছুন
  2. অনেক ধন্যবাদ।আমার ছোট ছোট লেখা ভালো লাগে জেনে ভালো লাগলো।

    উত্তরমুছুন
  3. যে কাজ করলে নিজের আনন্দো হয় সেই কাজ করাটা বুদ্ধি মানের কাজ। বাড়িটা সুন্দর লাগছে,দেখে মনটা ভরে গেল।

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ