একান্ত আপন


picture source :google
মা
মা এই শব্দ টা র মধ্যেই লুকিয়ে আছে একটা অদ্ভুত নির্ভরতা। আমি বা আমার মত আরো অনেক মেয়ে যখন ই কোনো সমস্যার মুখোমুখি হই,আমরা মায়ের কাছে আশ্রয় খুঁজি।কারণ জানি তো ওটা বড়ো ভরসার জায়গা।এই যেমন আমি মায়ের বয়সের পরোয়া না করে যে কোনো বিপদে পড়লেই মা কে ফোন করে জিজ্ঞেস  করি,' মা বলোনা কি হবে?' মা কিন্তু তখন নিজে একটুও ভয় না পেয়ে আমায় একটা ছোট্ট আশ্বাস দেয়,বলে ' দেখবি কিচ্ছু হবে না ' ।এটা একটা ছোট্ট কথা কিন্তু এর গভীরতা এতটাই যা অশান্ত মন কে নিমেষেই ঠান্ডা করে,শান্ত করে! 
আমার ছোটো বেলা টা যাদেরকে ঘিরে কাটত(আমার দিদা দাদু) তারা আজ একে একে চলে গেছে,রেখে গেছে অপার ভালোবাসা ময় স্মৃতি আর আশীর্বাদ।সেই দিনগুলো বুকে নিয়েই তো বাড়ি থেকে এত দূরে  জীবনের চড়াই উৎরাই পেরিয়ে চলেছি ।
আমি কিন্তু সাহিত্যের ছাত্রী নই,একজন বিজ্ঞান এর ছাত্রী।তাই নিজেই এক এক সময় অবাক হয়ে চিন্তা করি যে কি করে আমি কোনো যুক্তি তর্ক থেকে একদম অন্য দিকে এসে শুধুই আমার আবেগ গুলো কে এই ভাবে ক্রমশঃ প্রতিপালিত করে চলেছি! এটা বোধ হয় আমার স্কুলের শিক্ষা,যেখান থেকে আমি একজন পরিপূর্ণ মানুষ হবার কিছু গুন রপ্ত করেছি।আমার প্রথম লেখা তে আমি তো বলেই ছি মা এর অক্লান্ত পরিশ্রম এর জন্যই আমি দেবিশ্বরী তে চান্স পেয়ে ছিলাম।আমিও একজন মা হিসেবে সব সময় চেষ্টা করি ছেলে মেয়ে কে ভালো শিক্ষা দিতে,কতটা পেরেছি জানি না। উত্তর তো সময়ের গর্ভে লুকিয়ে!!


 

মন্তব্যসমূহ

  1. মা তার সন্তানকে গর্ভে ধারণ করা থেকেই আগলে রাখে,তাইতো মা ই হয় সন্তানের কাছে বড়ো ভরসার জায়গা।

    উত্তরমুছুন
  2. মা তার সন্তানকে গর্ভে ধারণ করা থেকেই আগলে রাখে,তাইতো মা ই হয় সন্তানের কাছে বড়ো ভরসার জায়গা।

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ