Akanto Apon
Darsait ( Al aint ) beach
picture source : Akanto Apon ( Nivedita)
picture source : Akanto Apon ( Nivedita)
Collection of shells from Masirah island
picture source : Akanto Apon ( Nivedita)
from mussanaa
picture source : Akanto Apon ( Nivedita)
একান্ত আপন
আমি ছোট থেকেই খুব বিদেশ যেতে চাইতাম,আর তখন আমার কাছে বিদেশ মানে ছিল আমেরিকা।কারণ আমার এক মামা ছিল যে আমেরিকা তে থাকতো আর যখন আমাদের সাথে দেখা করতে আসত তখন সারা বাড়ি টা একটা অপূর্ব সুন্দর গন্ধে ভরে উঠত।আমার দিদা বলতো ওই গন্ধ টা আসলে ওদের দেশের সেন্ট এর।তখন পারফিউম বলার চল ছিল না,বা দিদা জানত না,আমি ঠিক বলতে পারবো না।সেই থেকেই মনে মনে আমেরিকা যাবার বাসনা জেগেছিল।না আমেরিকা যাওয়া আমার হয় নি বটে কিন্তু আমি যে মাস্কাট এ থাকি সেটাও ফরেন কান্ট্রি।
প্রথম যখন এখানে এলাম সেই ২০০৮ এ ,দিল্লি কে ভীষন মিস করতাম।দিল্লিতে ওই যে সকাল বেলা সবজি ওলার হাঁক ডাক,তারপর বারান্দা থেকেই একে অন্যের সঙ্গে বক বক করা ,আবার বাঁদর এলে চিৎকার করে সবাই কে সতর্ক করা এই সব খুব মিস করেছি কারন এখানে সব সময় চারপাশ কি নিস্তব্ধ,মাঝে মাঝে দূর থেকে আজান এর শব্দ শুধু ভেসে আসে।গাড়ি এখানে প্রয়োজন না হলে হর্ন দেয় না তাই গাড়ি র শব্দ একদম ই পাওয়া যায় না ।এই রকম জায়গায় এসে প্রথম এ মানিয়ে নিতে খুব ই অসুবিধে হয়ে ছিলো।তারপর যখন একটু একটু করে মাস্কাট কে এক্সপ্লোর করতে শুরু করলাম তখন থেকে আজ অবধি আর কোনো দিন কোনো আফশোস হয় নি,বরঞ্চ ভালোবেসে ফেলেছি। আবার ছুটি তে যখন কলকাতা যাই তখন কিছুদিন ওখানে থাকার পর ই এখানে আসার জন্য মনটা ছটপট করে।কি বিচিত্র ব্যাপার।মাস্কাট হচ্ছে সাধারণ এর মধ্যে অসাধারণ একটা জায়গা। প্রকৃতি যে কি সুন্দর করে এই জায়গা কে সাজিয়েছে যে বলে বোঝাতে পারবো না।আমার পাঠানো কিছু ফটো দেখলে বোঝা যাবে প্রকৃতি যখন কাও কে কিছু দেয় তখন তার তুলনা কারোর সঙ্গে করা যায় না,শুধু ই মুগ্ধ হয়ে যেতে হয়।ভীষন শান্তির দেশ এই ওমান।
** এই রকম সুন্দর আর ইউনিক শেল পেতে চাইলে এই জায়গা গুলো অবশ্যই ভিজিট করতে হবে কিন্তু!
picture source : google
picture source : Akanto Apon ( Nivedita)
Darsait beach ( Al Aint beach)
সত্যিই অসাধারণ জায়গা। প্রকৃতির কি অসাধারণ সৃষ্টি।
উত্তরমুছুনবাঃ চমৎকার লিখেছিস রে, এগিয়ে যা, আমরা সবসময় আছি।
উত্তরমুছুনভারি সুন্দর জায়গা।
Thanks
উত্তরমুছুন