একান্ত আপন
(picture source: google)
এখন মাথাটিপ টিপ বুক ঢিপ ঢিপ গলা কনকন করলেই মনে হচ্ছে এই রে করোনা নয় তো!কিন্তু সেই সন্দেহের অবসান ঘটাতে সাহায্য করছে আমার এক প্রতিবেশী। কি ভাবে?যখন নিজেরা সি ফিশ ভেজে খাচ্ছে আর আমরা সেই গন্ধ সহ্য করতে না পেরে বাড়ি ছেড়ে পালিয়ে যেতে চাইছি।তার মানে আমাদের ঘ্রাণ শক্তি ঠিকঠাক কাজ করছে।আর নতুন পাওয়া তথ্য অনুযায়ী যদি এই সেন্স টি ঠিক থাকে তাহলে বুঝতে হবে যে করোনা হয়নি।অতএব ফ্রী টেস্টিং বাড়িতে বসেই সম্ভব হলো এমন পরোপকারী প্রতিবেশীর জন্য।আর যদি কোনোদিন গন্ধ না আসে তাহলে ভয় কাটাতে তার বাড়ি গিয়ে ডিরেক্ট জিজ্ঞেস করতে হবে যে মাছ ভেজে ছে কি না,যদি উত্তর হ্যাঁ হয় তাহলেই কিন্তু ভয়।তখন ই নিজের পকেটের কথা ভেবে দুঃখে বুক ফেটে গেলেও একবার টেস্ট করিয়ে নিতে হবে কারণ বোঝাই যাচ্ছে ঘ্রাণ শক্তি কাজ করছে না।কি দারুন একটা উপায় বললাম না? রাতে শুয়ে শুয়ে এই সব না না আজগুবি চিন্তা করি বলেই তো ঘুমের প্রবল ব্যাঘাত হয়,আর প্রেসার বাড়ে।সে যাই হোক,আমার ব্লগ এর এই এক একটা প্লট আমার কাছে সমুদ্র থেকে তুলে আনা এক একটা মনী মুক্তোর মত দামী।
আগে ওরা মাছ ভাজলে যে কি রাগ হতো কি বলবো আর এখন নিজেদের লাকি মনে হয়। ভাগ্যি ওরা ছিল তাই সপ্তাহে দুবার ফ্রী টেস্টিং সম্ভব হয়।আর একটা কথাই তো আছে আপ রুচি খানা।তাই কষ্ট হলেও কিছু বলার নেই।
well done mama... very funny😂😂
উত্তরমুছুনVerynice
উত্তরমুছুনKhub bhalo
উত্তরমুছুনThanks maa
উত্তরমুছুনদারুন লিখেছিস। এই করোনা আবহে আমাদের সত্যি কত যে মজাদার অভিজ্ঞতা হচ্ছে
উত্তরমুছুনহ্যাঁ রে,একদম ঠিক বলেছিস।
উত্তরমুছুন